দ্য আলকেমিস্ট বই রিভিউ!

ব্যক্তিভেদে জীবনের লক্ষ্য ও স্বপ্ন তে বিস্তর পার্থক্য দেখা যায়।স্বপ্ন এবং স্বপ্নদ্রষ্টা নিয়ে অনেক ধরনের অনুপ্রেরণামূলক কথা, উক্তি, কবিতা প্রচলিত আছে।যেমন ধরুন এপিজে আব্দুল কালাম কিংবা ডি. এইচ লরেন্স; তারা উভয়েই বলেছেন স্বপ্ন সেটা যেটা মানুষ জেগে দেখে।আর যারা জেগে স্বপ্ন দেখে তারা খুবই ডেঞ্জারাস প্রকৃতির, কারণ তারা স্বপ্ন ছোঁয়ার আশায় সবকিছু ত্যাগ করতে পারে, হাড়ভাঙা পরিশ্রম করতে পারে।কিন্তু কখনো কি দেখেছেন? কেউ ঘুমিয়ে ঘুমিয়ে কয়েকবার একটি স্বপ্ন দেখেছে আর সেই স্বপ্ন পূরণের জন্য মরিয়া হয়ে ছুটেছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত!

গল্পের মূল চরিত্র সান্তিয়াগো নামের এক রাখাল বালক।একইসাথে সে একজন বইপ্রেমী ও ভ্রমণপিপাসু।গল্পের শুরুতেই বর্ণিত আছে তার রাখাল জীবনের অতি সাধারণ জীবন যাপনের কথা।
পরিবারের ইচ্ছা ছিল সে যাজক হবে, কিন্তু সে হতে চেয়েছিল  পরিব্রাজক। তাই বাবার দেওয়া কিছু স্বর্ণমুদ্রা নিয়ে মাঠে নেমে পড়ে।স্পেনের আন্দালুসিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত ভেড়ার পাল নিয়ে ছুটে বেড়ায় সে।ঘুমায়,ভেড়ার লোম বিক্রি করে খায়, আর বই কেনে।সে তার ভেড়ার পালকে রাখে পুরাতন এক গির্জার সাইমুম গাছের নিচে।
একদিন সে ভেড়ার পশম বিক্রির জন্য একটি গ্রামে যায় এবং একজন ব্যবসায়ীর মেয়েকে পছন্দ করে। পরের বছর সে ঐ একই ব্যবসায়ীর কাছে পশম বিক্রির উদ্দেশ্যে যাবার পথে একাধিকবার এ স্বপ্ন দেখে যে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন লুকানো আছে।এই স্বপ্নের অর্থ জানার জন্য সে প্রথমে এক গণক  মহিলার সাহায্য নেয় যিনি তাকে মিশরে যাবার পরামর্শ দেন।এরপরে একজন বৃদ্ধ লোকের সাথে তার কথা হয় যিনি নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেন। তিনি সান্তিয়াগোকে বিভিন্নভাবে পরামর্শ দেন এবং তাকে ঐ মহিলার মতো মিশর যেতে বলেন।এই অশীতিপর বৃদ্ধ তাকে আরও উপহার দেন সাদা আর কালো রঙের পাথর, উরিম আর থুমিম। বিনিময়ে চেয়ে নেন একপাল ভেড়া। তিনি বলেন যে যখন কেউ তার জীবনের লক্ষ্য অর্জনের চেষ্টা করে, পুরো বিশ্ব তাকে সাহায্য করে। অবশেষে সান্তিয়াগো তার ভেড়ার পাল বিক্রি করে দিয়ে পিরামিডের উদ্দেশ্যে পাড়ি জমায়।সান্তিয়াগো প্রথমে আফ্রিকা যায় এবং সেখানে গিয়ে এক চোরের পাল্লায় পড়ে তার সমস্ত টাকা হারায়। সাময়িকভাবে ভেঙে পড়লেও সে আবার ঘুরে দাঁড়ায়।সান্তিয়াগোর এই দৃঢ় মনোবলই ছিলো তার সমস্ত যাত্রার সঙ্গী।সমস্ত সম্পদ হারাবার পর সে এক স্ফটিক ব্যবসায়ীর দোকানে কাজ নেয় এবং এখানে তার বুদ্ধিমত্তার কারণে স্ফটিকের ব্যবসা স্ফুটিত হতে থাকে।অনেকদিন সেখানে কাজ করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে সে আবার নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে যাত্রা শুরু করে।
এরপরে সে আবার পাড়ি জমায় পিরামিডের উদ্দেশ্যে। মরুভূমি পাড়ি দেবার সময় তার পরিচয় ঘটে একজন ইংরেজের সাথে।সেই ইংরেজ কোন এক অ্যালকেমিস্টের সন্ধান করছেন যিনি তাঁকে অ্যালকেমি সম্পর্কে অধিকতর জ্ঞান দিতে পারবেন।মরুভূমি পাড়ি দেয়ার পথে তারা গোত্র-যুদ্ধের কারণে একটি মরূদ্যানে আশ্রয় নেয়। সেখানে ইংরেজের সাথে এলকেমিস্টকে খুঁজতে গিয়ে সান্টিয়াগোর পরিচয় হয় ফাতেমার সাথে।তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায়।ফাতিমা সেই মেয়ে, যাকে দেখে তার মনে হয়, অদ্ভুত যোগাযোগ।ফাতিমাকে দেখার পর সে বুঝতে পারে, সেই দোকানির মেয়ের প্রতি তার যে অনুভূতি ছিল, তার সাথে ফাতিমার প্রতি অনুভূতির অনেক বেশি পার্থক্য রয়েছে।এই অবস্থায় সে তার স্বপ্ন এবং ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়।কিন্তু ফাতিমা তাকে আশ্বস্ত করে যে ভালোবাসা কখনোই স্বপ্ন পূরনের পথে বাধা হয়ে দাঁড়ায় না।এখানেই তার পরিচয় হয় অ্যালকেমিস্ট নামক একজন লোকের সঙ্গে।অ্যালকেমিস্ট হলো এমন এক রহস্যময় ব্যক্তি যে লোহাকে স্বর্ণে রূপান্তর করতে পারে।আলকেমিস্ট সান্তিয়াগো কে স্বপ্ন পূরনের পথ দেখায় এবং পথের মধ্যে নানা ধরনের প্রতিকূলতা থাকা সত্ত্বেও সমস্তকিছু মোকাবিলা করে সান্তিয়াগো সেই পিরামিডের দেশ মিশরে গিয়ে হাজির হয়।সবশেষে সান্তিয়াগো তার গুপ্তধন পায় সেই ভাঙা গির্জার মধ্যে, সেখানে শুয়ে সে স্বপ্ন দেখেছিলো গুপ্তধনের।

পুরো বইটি পড়ার সময় মনে হবে আপনিই গল্পের সান্তিয়াগো।মনে হবে আপনিই সে চরিত্রে অভিনয় করছেন।মনে হবে বইটি যেন আপনার মনের কথা একদম সামনে থেকে তুলে ধরেছে।আপনি জীবনে কি করতে চান, কি হতে চান, কোথায় যেতে চান সেটার বর্ননা দেয়া হয়েছে বিস্তারিত।যেন এক রাখাল বালকের মাধ্যমে আপনার জীবন বোধকে তুলে ধরা হয়েছে।
বরাবরই অনুপ্রেরণামূলক বই আমার বিরক্ত লাগে।কিন্তু এ বইটি পড়ার সময় আপনার কখনো মনে হবে না যে লেখক একটি কাহিনির মাধ্যমে আপনাকে অনুপ্রেরণা দিচ্ছেন, কিভাবে লেগে থাকতে হয় তার তাগিদ দিচ্ছেন।বইটি কেবল অনুপ্রেরণামূলকই নয়, একটি দার্শনিক উপন্যাসও বটে। বইটির বিভিন্ন উক্তিতে প্রকাশ পেয়েছে দার্শনিক তত্ত্ব।

#বইটির কিছু গুরুত্বপূর্ণ উক্তিঃ
1)"And, when you want something, all the universe conspires in helping you to achieve it.”

2)“Your eyes show the strength of your soul.”

3)"There is only one thing that makes a dream impossible to achieve: the fear of failure.”

4)"The secret of life, though, is to fall seven times and to get up eight times."

5)"The simple things are also the most extraordinary things, and only the wise can see them."

6)"People are capable, at any time in their lives, of doing what they dream of."

বই:- দ্য অ্যালকেমিস্ট | লেখক:- পাউলো কোয়েলহো

2 Comments

It’s all about friendly conversation here. I'd love to hear your thoughts. Be sure to check back again because I do make every effort to reply to your commnts here. Keep it polite and on topic. You may need to refresh before your comment shows up!

  1. প্রথমে লার্নিং হাব সেশন! তারপর লিংকডিন তারপর এই ব্লগে! ধন্যবাদ।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ। আশা করি আগামীর ব্লগ গুলো ও ফলো করবেন।
      সেশন থেকে কেউ এভাবে এতদূর আসতে পারে ভাবতেই অবাক লাগছে! অসংখ্য ধন্যবাদ।

      Delete
Previous Post Next Post