"বিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা" বই রিভিউ!

শিক্ষা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শিক্ষা প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক হতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের করুণ অবস্থা বর্ণনা করা যাক। 

ধরুন একজন দশম শ্রেণি পড়ুয়া ছাত্র। পারিবারিক সমস্যার কারণে তার হঠাৎ পড়ালেখা বন্ধ করে দিয়ে কাজে নেমে পড়তে হয়। এ অবস্থায় সে কিরকম কাজ পায়? সে পড়ালেখার পেছনে যে এত বছর সময় ব্যয় করেছে তার যথাযথ মূল্যায়ন হয় কি?

হয় না! কারণ আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার সাথে ব্যবহারিক জ্ঞানের সমন্বয় নেই। অন্যদিকে আমাদের দেশের চাকরির বাজার খুবই ছোট। তাই টিকে থাকার জন্যে উচ্চশিক্ষা গ্রহণই একমাত্র উপায় হয়ে দাড়ায়। উচ্চশিক্ষা গ্রহণের পরও আমাদের দেশের অধিকাংশ জনগোষ্ঠীই বেকার। আবার এসব উচ্চশিক্ষিতরা সহজেই যেকোন পেশার সাথে জড়িত হতে পারে না। তাই অধিকাংশই বিসিএসের দিকে উদ্বাহু হয়ে ছুটছে, যেখানে সফল হওয়ার হার ১% এর ও কম। উন্নত পরিবেশে পড়ালেখা করে বিশেষ দক্ষতা অর্জন, নিজেকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, নিজের সম্ভাবনা গুলোকে বিকশিত করা, ভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে থেকে মননশীল হয়ে ওঠা ইত্যাদি কারণে বিদেশে উচ্চশিক্ষা আমাদের মূল লক্ষ্য না হলেও বিকল্প লক্ষ্য হওয়া উচিত। 

এ বইয়ে লেখক মোট ৬টি অধ্যায়ের অধীনে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কেন বিসিএস আমাদের মূল লক্ষ্য না হওয়া উচিত, কেন বাঁচার তাগিদে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ প্রয়োজন। 

বইয়ের প্রথম অধ্যায়ে বাংলাদেশের বেকারত্বের করুণ তথ্যচিত্র ও একটি সমীক্ষা তুলে ধরা হয়েছে। এছাড়া বাংলাদেশে উদ্যোক্তারা কি কি বাধার সম্মুখীন হয়, বিসিএস কে একমাত্র লক্ষ্য বানানো আমাদের জন্য কতটা ঝুকিপূর্ণ, কেন বিদেশে পড়তে যাওয়া উচিত, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা কি কি সুযোগ লাভ করতে পারি ইত্যাদি আলোচনা করা হয়েছে।

বইয়ের দ্বিতীয় অধ্যায়ে উচ্চশিক্ষা গ্রহণে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নিবে, কি কি কাগজপত্র প্রয়োজন, কোন প্রোগ্রাম টার্গেট করা উচিত ইত্যাদি আলোচনা করা হয়েছে।

বইয়ের তৃতীয় অধ্যায়ে বিভিন্ন দেশের উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তি গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

বইয়ের চতুর্থ অধ্যায়টি বিশেষত মাদ্রসা শিক্ষার্থীদের উদ্দেশ্য লিখা হয়েছে।

বইয়ের পঞ্চম অধ্যায়ে বিদেশে গিয়ে আমরা যেসব বাধার সম্মুখীন হই এবং সেগুলো কিভাবে মোকাবেলা করতে পারি তা আলোচনা করেছেন।

সর্বশেষে, বাংলাদেশের অন্যতম বংশগত রোগ থ্যালাসেমিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

বইটি বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য একটি বই বলা যায়।

বইয়ের সূচিপত্রঃ




বইঃ "বিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা"

লেখকঃ ড. মোহাম্মদ সরোয়ার হোসেন


Post a Comment

It’s all about friendly conversation here. I'd love to hear your thoughts. Be sure to check back again because I do make every effort to reply to your commnts here. Keep it polite and on topic. You may need to refresh before your comment shows up!

Previous Post Next Post